
নতুন আরও একটি ব্লগপস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হীড বাংলাদেশ এনজিও। তাই আপনারা যারা হীড বাংলাদেশ এনজিওতে চাকরি করতে চান তাদের জন্য এই ব্লগপস্টি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। হীট বাংলাদেশ জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নায়ন সংস্থা। যারা ১৯৭৪ সাল থেকে দরিদ্র্য জনগোস্টীর জন্য কাজ করে আসছে। শাখা ব্যবস্থাপক পদে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি টা প্রকাশ করেছে।
পদের নামঃ শাখা ব্যবস্থাপক
পদসংখাঃ ১০
যোগ্যতা ও অভিগতাঃ যে কনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তাছাড়া আরও কিছু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যেমন, মাইক্রফাইনান্স কর্মসূচি সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। একইসাথে কম্পিউটার চালানর অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রইভিং লাইসেন্সে সহ মতরসাইকেল চালানর অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরনঃ এটি একটি ফুল টাইমের চাকরি।
কর্মস্থলঃ বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মানোষিকতা থাকতে হবে।
বেতনঃ যোগ্যতা অনুযায়ি ৩০,০০০ টাকা থেকে ৩৩,০০০ হাজার টাকা বেতন দেয়া হবে। এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা প্রদান করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য পিফ, গ্রাচুয়েটি, সাস্থ সুবিধা, মেডিকেল, অর্জিত ছুটি, যাতয়াত, মোবাইল বিল, ফুয়েল বিল ইত্যাদি।
আবেদন পদ্ধতিঃ হীড বাংলাদেশ এনজিওতে চাকরি
আগ্রহী প্রাথীর জিবনবৃতাত্ন সহ সকল কাগজপাতি তাদের অফিসএর ঠিকানাই পাঠাতে হবে। অফিসের ঠিকানা সহ বিস্তারিত জানতে নিচের ছবিটি দেখুন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পরকে আরো বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়ঃ ২৬ অক্টোবর ২০২২

সর্বশেষ কথাঃ যেহেতু আপনি এই ব্লগপস্টি পরছেন তাহলে আপনি একজন চাকরি প্রত্যাশী। যেহেতু আপনি একজন চাকরি প্রত্যাশী। সেহেতু প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর আপনার জন্য খুব প্রয়োজন। তাই আপনি আরও চাকরি খবর পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। তাছাড়া সকল প্রকার সরকারি চাকরি, বেসরকারী চাকরি, ব্যাংক চাকরি, ও প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির পত্রিকা পেতে সকল সময় ওয়েবসাইট সাথে যুক্ত থাকার অনুরোধ রইল ।