
আবারো একটি এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ব্লগপোষ্টে স্বাগত যানাচ্ছি। অসংখ্য পদে সাস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ প্রথম আল পত্রিকায়। ধর্য ধরে সম্পূর্ণ ব্লগপষ্টি পড়ার আনুরধ করছি তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পরকে বিস্তারিত জানতে পারবেন।
০১। পদের নামঃ নিরীক্ষা কর্মকর্তা
যোগ্যতা ও অভিজ্ঞতাঃ শিক্ষাগত যোগ্যতা আপনাকে বাণিজ্য বিভাগ থকে মাস্টার্স পাস করতে হবে। এবং উক্ত পদে ৩ বছরের অভিজ্ঞতা লাগবে।
বেতনঃ শিক্ষানবিশকালে বেতন ৪০,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৫০,০০০ টাকা।
বয়সঃ এই পদের জন্য সর্বোচ্ছ বয়স ৪০ বছর।
০২। পদের নামঃ শাখা ব্যবস্থাপক
যোগ্যতা ও অভিজ্ঞতাঃ শাখা ব্যবস্থাপ এই পদে আবেদন করতে যে কোনো বিষয়ে বাণিজ্য স্নাতকোত্তর পাস করলে হবে। তবে সহযোগী সাংস্থায় ৩ বছরের কাজে অভিজ্ঞতা লাগবে।
বেতনঃ শিক্ষানবিশকালে বেতন ৩৫,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৪০,০০০ টাকা।
বয়সঃ এই পদের জন্য সর্বোচ্ছ বয়স ৩৬ বছর।
০৩। পদের নামঃ সহকারী শাখা ব্যবস্থাপক
যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সহকারী শাখা ব্যবস্থাপক পদে আবেদন করতে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করতে হবে। কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না।
বেতনঃ শিক্ষানবিশকালে বেতন ২৫,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৩০,০০০ টাকা।
বয়সঃ এই পদের জন্য সর্বোচ্ছ বয়স ৩৫ বছর।
০৪। পদের নামঃ মাঠ সংগঠক
যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সহকারী শাখা ব্যবস্থাপক পদে আবেদন করতে যে কোনো বিভাগ থেকে স্নাতক পাস করতে হবে। কিন্তু মজাদার বিষয় হলো এই পদের জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না।
বেতনঃ শিক্ষানবিশকালে বেতন ২০,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ২৫,০০০ টাকা।
বয়সঃ এই পদের জন্য সর্বোচ্ছ বয়স ৩৫ বছর।
সুযোগ সুবিধাঃ সাস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
প্রত্যেকটা পদের জন্য নিধারিত বেতন ছাড়ও আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে। মোবাইল বিল, জ্বালানী বিল, পিএফ, ৩টি উৎসব ভাতা, অর্জিত ছুটি, গ্রাচুইটি, ইঙ্ক্রিমেন্ট, সহ বিধি মতাবেক সকল সুযোগ সুবিধা।
আবেদনের নিয়মঃ সহস্তে একটি দরখস্ত লিখতে হবে সাথে কিছু কাগজপাতি সংযুক্ত করতে হবে। যেমন, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রয়োজনীয় সকল কাগজপাতি সব সত্যয়িত, ও সোনালি ব্যংকে অনুকুলে ৩০০ টাকা মানি রশিদ যুক্ত করতে হবে। আরও বিস্তারিত জানতে নিচে ছবিটি ফলো করুন।
আবেদনের শেষ সময়ঃ আগামী ১০ নভেম্বের ২০২২।

শেষ কথাঃ সম্পূর্ণ ব্লগপোষ্টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই ধরনের আরও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার ওয়েবসাইট ফলো করতে পারেন। সকল প্রকার সরকারি চাকরি, বেসরকারী চাকরি, ব্যাংক চাকরি, ও প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির পত্রিকা আপডেট সব কিছু পাবেন । ভিডিও মাধ্যমে চাকরি খবর পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ