সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২১ অক্টোবর ২০২২ শুক্রবার

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২১ অক্টোবর
সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২১ অক্টোবর

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২১ অক্টোবর : সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি । প্রতি সপ্তাহের ন্যয় এ সপ্তাহে পত্রিকাটি প্রকাশিত হয়েছে। বিভিন্ন নিয়গের সমান্নয়ে এই পত্রিকাটি প্রকাশিত হয় । আপনি একজন চাকরি প্রত্যাশী হলে এই পত্রিকাটি আপনার জন্য খুব প্রয়োজনীয়।আশাকরি সম্পূর্ণ ব্লগপোষ্টি পরলে আপনি এই সপ্তাহের সকল নিয়োগ সম্পরকে জানতে পারবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পত্রিকাটি সম্পরকে সকল কিছু জানি।

এ সপ্তাহের চাকরির ডাক পত্রিকাতে বিশেষ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল পূবালী ব্যাংক যেখানে নিয়োগ করা হবে ১৪৯ জন। এছাড়াও আরো কিছু নিয়োগ রয়েছে তার মধ্যে হল বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ জার পদ সংখ্যা ১০০,বিআইডব্লটিএ জার পদ সংখ্যা ৩৮ জন । প্রথম পাতাতে এমন আরও অনেক নিয়োগ রয়েছে । তবে এ সপ্তাহে সরকারি চাকরি থেকে বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুল বেশি। তবে বেসরকারি নিয়োগ গুল আরো বেশি গুরুত্বপূর্ণ। নিচে পত্রিকাটির ছবি দেয়া আছে আপনারা দেখলে সব কিছু জানতে পারবেন।

অনন্যাও সকল ওয়েবসাইট এর মত আমাদের ওয়েবসাইট সবার আগে এই ধরনের পত্রিকা সবার আগে প্রকাশ করে । তাই সকল সমায় আবাদের সাইটের সাথে যুক্ত থাকার জন্য আনুরধ করা হল। তাহলে আপনি সবার আগে অনেক দ্রুত আই সকল চাকরির খবর পেয়ে জাবেন ।

মূল্যবান কিছু কথাঃ আপনি যেহেতু চাকরি প্রত্যাশী। সেহেতু প্রতিনিয়ত আই ধরনের সরকারি , বেসরকারি, ব্যাংক, এনজিও , সকল নিয়োগ গুল আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আপনি চাইলে প্রত্যেকটা লিংকে ক্লিক করে এই সকল নিয়োগ গুল দেখে নিতে পারেন। এছাড় আমারদের ওয়েবসাইট অনুকূলে একটি ইউটিউব চ্যানেল আছে। আপনি চাইলে সেখানে যুক্ত থাকতে পারেন প্রতিদিন বিভিন্ন নিয়োগ গুল ভিডিও আকারে দেখতে পারেন।
ধান্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *