
শক্তি ফাউন্ডেশন এনজিও নিয়োগ ঃ সবাইকে স্বাগতম নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে । বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত ২১ অক্টোবর ২০২২। শক্তি ফাউন্ডেশন সংস্থার কার্যক্রম সাম্প্রসারনের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, এবং ঢাকা বিভাগএর জেলাস্মুহের প্রাথীদের কাছে থেকে দরখস্থ আহবান করেছে । তাছাড়া অনন্যাও জেলার প্রাথীদের আবেদন করা যাবে। তাহলে চলুন নিচে সকল বিজ্ঞপ্তি সম্পর্কে আলচোনা করা যাক ।
১ – পদের নাম : ট্রেনই অফিসার
পদসংখ্যা : ৩০০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এই পদে আবেদন করার করার জন্য আপনাকে অনার্স পাস করলে হবে । যেকোনো সাবজেক্ট যেকোনো কলেজ, ইউনিভার্সিটি থেকে পাস কলে হবে। কিন্তু করম জীবনে কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই আপনি এখানে আবেদন করতে পারবেন।
বেতন : এই পদে ৩ মাস প্রশিক্ষণ কাল এই সমায় আপনার বেতন দেয়া হবে ১৫,০০০ টাকা এবং সবকিছু সঠিক ভাবে সম্পূর্ণ করতে পারলে আপনার চাকরি স্থায়ী করা হবে আর তখন আপনার বেতন দেয়া হবে ২৩,০০০ টাকা।
বয়সসীমা : এই পদের জন্য প্রাথী সবোর্চ্ছ বয়সের কথা বলা হয়েছে ৩৩ বছর। এই বয়সের উর্ধে কেও আবেদন করতে পারবেন না।
২ – পদের নাম : আকাউন্টেন্ট
পদসংখ্যা : ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এই পদে আবেদন করতে যে কোনো কলেজ থেকে স্নাতক পাস করলে হবে তবে সেটা আকাউন্টিং, ফাইনান্স, ম্যানেজমেন্ট বিষয়ে পরাসনা করা লাগবে। অন্য কন সুব্জেস্ত নিয়ে পড়াশনা করলে হবে না। আর অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে সহ পদে কাজ করেছে এমন ১ বছরের অভিজ্ঞতা লাগবে। এমন বেক্তিদের অগ্রোধিকার দেয়া হবে।
বেতন : স্থায়ী করার পরে এই পদে জন্য বেতন দেয়া হবে ২৫,০০০ টাকা ।
বয়সসীমা : যাদের বয়স এখনো ৩৫ বছরের মধ্যে তারাও এখন আবেদন করতে পারবেন।
পড়া চালিয়ে যান – শক্তি ফাউন্ডেশন এনজিও নিয়োগ
৩ – পদের নাম : শখা ব্যবস্থাপক
পদসংখ্যা : এই পদে ৬০ জন নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে আপনি অনার্স কিংবা মাস্ট্রাস পাস করলে হবে। কিন্তু সহ পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা লাগবে।
বেতন : এই পদের জন্য বেতন দেয়া হবে ৩৬,০০০ টাকা সহ আরও অনেক সুযোগ সুবিধা ।
বয়সসীমা : এই পদের জন্য যে বয়সটি নির্ধারণ করা হয়েছে সেটা হল ৪৪ বছর।
৪ – পদের নাম : এরিয়া সুপারভাইজার
পদসংখ্যা : ২৫ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ অনন্যাও পদের মত এই পদেও আপনাকে অনার্স মাস্টার্স পাস করতে হবে। তবে এই এনজিও কাজে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে।
বেতন : এই এরিয়া সুপারভাইজার পদে আপনাকে বেতন দেয়া হবে ৪৩,০০০ হজারা টাকা সহ এই এনজিও আরও অনেক সুযোগ সুবিধা।
বয়সসীমা : আপানাদের যাদের বয়য়স ৪৭ বছরের মধ্যে আছে তারাও আবেদন করতে পারবেন।
👉👉 আরো পড়ুন – ৩০,০০০ টাকা বেতনে সাস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | SUS NGO
৫ – পদের নাম : ফাইনান্স সুপারভাইজার
পদসংখ্যা : ১০ জন নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ অন্য সকল পদের মত এই পদেও আপনাকে অনার্স পাস করলে হবে তবে বাণিজ্য বিভগ থেকে আপনাকে অনার্স পাস করতে হবে। একইসাথে ৫টি শাখা পরিচালনা করছে এবং ৫ বছরর অভিজ্ঞতা।
বেতন : বিশেষ এই পদে এনজিও সকল সুযোগ সহ বেস অনেক টাকা বেতন দেয়া হবে। ৪৩,০০০ টাকা এবং এনজিও বাকি সকল সুযোগ সুবিধা।
বয়সসীমা : এই পদের জন্য যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হল ৪৭ বছর।
পড়া চালিয়ে যান – শক্তি ফাউন্ডেশন এনজিও নিয়োগ
৬ – পদের নাম : রিজিওন হেড
পদসংখ্যা : এই রিজিওন হেড পদে মাত্র ৬ জন লোক নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সহ বিশেষ অভিজ্ঞতা লাগবে। আপনি অনার্স বা মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন কিন্তু আপানার বেস অভিজ্ঞতা লাগবে। আপনার করম জীবনে ২০ টি শাখা পরিচালনা করেছে এবং ৭০ কোটি টাকা ঋণ পরিচালনা করেছেন। একইসাথে ৫ বছরের অভিজ্ঞতা টি লাগবে।
বেতন : এই পদের জন্য আপনাকে বেতন দেয়া হবে ৭০ হাজার টাকা ও এনজিও সকল সুযোগ সুবিধা।
বয়সসীমা : ৫০ বছর বয়সিরা এখানে আবেদন করতে পারবেন।
৭ – পদের নাম : মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা : এই পদে মাত্র ২০ জন লোক নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ মেডিকেল ইন্সিটিউট থেকে যারা ৪ বছর মেয়েয়াদে দিপ্লমা করেছে তারা এই পদে আবেদন করতে পারবেন।
বেতন : নির্ধারিত এই পদের জন্য আপনার বেতন দেয়া হবে ১৬,৫০০ টাকা।
বয়সসীমা : ৩০ বছর
আবেদনের নিয়ম : এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার অনলিনে আবেদন করা যাবে না । সহস্তে আবেদন লিখতে হবে । এবং সেটা তাদের অফিসের ঠিকানাই পাঠিয়ে দিতে হবে। নিচে ইমেজ ফিলেটি দেখলে আপনারা জানতে পারবেন।
আবেদনের সমায়সীমা : নভেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে। ২০ নভেম্বর ২০২২

শেষ কথাঃ সম্পূর্ণ ব্লগপোষ্টি পড়ার জন্য ধন্যবাদ। আরও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার ওয়েবসাইট সাথে থাকুন। সকল প্রকার সরকারি চাকরি, বেসরকারী চাকরি, ব্যাংক চাকরি, ও প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির পত্রিকা আপডেট সব কিছু পাবেন । ভিডিও মাধ্যমে চাকরি খবর পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ