
আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে। গত ৭ নভেম্বর ব্রাক তাদের অফিসিয়াল ওয়েবসাইট এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবে । তাই আপনাকেও এখানে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে ।
ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তজাতিক উন্নায়ন সংস্থা যা বিশ্বব্যাপী ১০০ মিলিয়ান দারিদ্র মানুষের জন্য কাজ করছে । যাহাতে তারা বর্তমান অবস্থার পরিবর্তন করতে পারে । আর সে সকল কাজে জন্য কর্মী প্রয়োজন তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে ।
পদের নামঃ সিনিয়ার অফিসার
পদের সংখ্যাঃ এই পদে নিদিষ্ট কোনো পদ সংখ্যা উল্লেখ করা নেই । তাই আসঙ্খ পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এই সিনিয়ার অফিসার পদে আবেদন করতে অনার্স পাস করলে হবে । যেকোনো বিষয়ে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করলে হবে । তবে কর্ম জীবনে ১ বছরের অভিজ্ঞতা চেয়েছে ।
অনন্যা যোগ্যতাঃ অনন্যা যোগ্যতার মধ্যে বেস কিছু কথা বলা হয়েছে । তার মধ্যে উল্লেখযজ্ঞ হলো আপনার ভিতরে ভালো যোগাযোগ দাক্ষতা থাকতে হবে । বাংলা ইংরেজিতে ভালো লেখার খামতা থাকতে হবে। কম্পিটারে কাজ জানতে হবে ইন্টারনেট ছালাতে জানতে হবে । এছারা আরও কিছু রয়েছে জা আপনি নিচে ইমেজ ফাইল দেখলে জানতে পারবেন।
বেতন ও অন্যান্য সুবিধাঃ এই পদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে। তবে যে সকল সুবিধার কথা বলা হয়েছে ফেস্টিভ্যাল বোনাস , প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়েটি, স্বাস্থ্য ও জীবন বীমা ও অন্যান্য।
আবেদন সমায়সীমাঃ ব্রাক এনজিও নিয়োগ
আগামী ১৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ব্রাক অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

শেষ কথাঃ আশাকরি আওই ব্লগপোস্ট থেকে একটু হলেও চাকরি বিষয়ক তত্য জানতে পেরেছেন । অন্ন যেকোনো প্রয়জনে কমেন্ট করতে পারেন। তাছাড়া আরসকল সরকারি, বেসরকারি, এনজিও, ব্যাংক, আরও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এসকল লিংকে ক্লিক করতে পারেন । এবং আপনি আমার ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ