
জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরি নতুন ব্লগ পোস্টে স্বাগত জানাচ্ছি । সন্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা জাগরণী চক্র ফাউন্ডেশন আবারো একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । যেখানে আবেদন করতে কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না । জাগরণী চক্র ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা । যারা বর্তমান সমায়ে বাংলাদেশে ৪৭ মাইক্রফাইনান্স কর্মসূচি পরিচালনা করছে । তাদের এই উক্ত কর্মসূচি তে কর্মী প্রয়োজন । সেই জান্ন আগ্রহি প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে ।
পদের নামঃ অফিসার (এম এফ পি ) ( সার্ভিস গ্রেড ১৪)
পদসংখ্যাঃ ৫০০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এই পদে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না । সম্প্রন বিনা অভিজ্ঞতাই অনার্স পাসে সকলে আবেদন করতে পারবে । অনার্স কিংবা ডিগ্রী পাস করলেও আবেদন করতে পারবে । তবে শিক্ষা জিবনে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে । তৃতীয় বিভাগ গ্রহনজজ্ঞ না ।
অন্যান্য যোগ্যতাঃ এই পদে চাকরি করার জন্য অতিরিক্ত কোনো যোগ্যতা লাগবে না । তবে গ্রামীণ মানুষের সাথে কাজ করার মনসিকতা থাকতে হবে ।
বেতনঃ এই পদের শিক্ষানবিশকাল হবে ৬ মাস তখন বেতন দেয়া হবে ২০,০০০ টাকা ।সথিকভাবে ট্রেনিং শেষ করতে পারলে চাকরি স্থায়ী করা হবে তখন বেতন দেয়া হবে ২৫,০৪৩ হাজার টাকা
আবেদনের নিয়মঃ এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে একটি জীবন বিতান্ত তৈরি করতে হবে । সাথে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে পরীক্ষার দিন তাদের অখনে জমা দিয়ে আস্তে হবে । আবেদনের আরও বিস্তারিত জানতে নিচে এমেজ দেখতে পারেন ।
আবেদনের সমায়ঃ আগামী ১৮ নভেম্বরে সরাসরি পরীক্ষা কেন্দ্রে উপস্তিত হয়ে সেখানে জমা দিতে হবে । আরও বিস্তারিত নিচে ।
নিয়োগ বিজ্ঞপ্তি সোর্সঃ– জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরি
এই নিয়োগ বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইট জাগরণী চক্র ফাউন্ডেশন jcf.org.bd এই লিংকে পাবেন ।অথবা জনপ্রিয় চাকরির ওয়েবসাইট বিডিজবস.কম এই লিংকে পাবেন । ক্লিক করে দেখে আস্তে পারেন । তাছাড়া আপনি আমাদের এই ওয়েবসাইট দেখতে পারেন । এটি তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। নিচে ইমেজ দেখলে বিস্তারিত জানতে পারবেন .

শেষ কথাঃ বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সাইটির সাথে যুক্ত থাকার অনুরধ রইল। সরকারি, বেসরকারি, এনজিও, ব্যাংক, আরও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ক্লিক করুন। তাছাড়া ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার আনুরধ রইল। ধন্যবাদ