
গ্রামীণ শক্তি চাকরি নতুন এই ব্লগ পোস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সহকারি অফিসার (গ্রেড-১), নবীন উদ্যোক্তা পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি টা তারা গত ০৮ জানুয়ারী বিডি জবস ওয়েবসাইট প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে সবাই আবেদন করতে পারবে । এবং কোন প্রকার অভিজ্ঞতা লাগবে না । তাই সম্পূর্ণ নিয়োগ সম্পর্কে জানতে ব্লগপস্টি পড়ার আনুরধ করা হইল ।
পদের নামঃ সহকারি অফিসার (গ্রেড-১), নবীন উদ্যোক্তা
পদের সংখ্যাঃ এই পদটির জন্য কোন পদ সংখ্যা উল্লেখ করা নেই ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এই সহকারি অফিসার (গ্রেড-১), নবীন উদ্যোক্তা পদে আবেদন করতে আপনাকে অনার্স পাস করতে হবে । যেকোনো বিশ্ববিদ্যালয় থকে পড়াশোনা করলে হবে ।
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞতার ক্ষেত্ররে কিছু কথা এখানে বলা হয়েছে ,যেমন – আগে এমন কোন এনজিও কাজ করেছেন এমন ক্যান্ডিডেট কে তারা বেশি পিরাধান্য দেবে । ভালো কম্পিউটার জ্ঞান থাকা লাগবে । ইন্টারনেট চালাতে জানতে হবে । একইসাথে সৎ, পরিস্রমি ও চারিত্রবান হতে হবে । এবং বাংলা ইংরেজিতে ভালো জ্ঞান থাকতে হবে ।
বেতন ও অন্যান্য সুবিধাঃ শিক্ষানবিশ কালে এই পদের জান্য বেতন দেয়া হবে ১৪,০০০ টাকা এবং শিক্ষানবিশ শেষ হলে বেতন দেয়া হবে ১৮,০০০ টাকা । এছাও এনজিও প্রদাত্ত আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে । বাৎসরিক ইনক্রিমেন্ট পাবেন, প্রতিদিনের কাজের জাতয়াত ভাতা পাবেন, মাসিক মবাইল বিল পাবেন, ২টা উৎসব বোনাস পাবেন , প্রভিডেন্ট ফান্ড সহ আরও অনেক কিছু।
আবেদনের সমায়সীমাঃ আগামী ৭ ফেব্রয়ারি মধ্যে আবেদন করতে হবে ।
নিয়োগ বিজ্ঞপ্তির আরও বিস্তারিত দেখতে নিচের ইমেজ ফাইল ফলো করুন।

শেষ কথাঃ সম্পূর্ণ ব্লগ পস্তি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । তবে আপনি যদি প্রতি নিয়ত এই ধারনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল , ফেসবুক পেজ , ফলো করে রাখতে পারেন । ধন্যবাদ