
সকলকে স্বাগত জানাচ্ছি উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নতুন এই ব্লগ পোস্টে । উপ-ব্যবস্থাপ পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে উদ্দীপন এনজিও । নিয়োগ বিজ্ঞপ্তি টি আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট পাবেন । এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে । তাই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ব্লগ পোস্ট দেখার বা পড়ার আনুরধ রইলো ।
পদের নামঃ উপ-ব্যবস্থাপক ( অর্থ ও হিসাব ) এবং জোনাল হিসাব রক্ষক।
পদের সংখ্যাঃ এই নিয়োগ বিজ্ঞপ্তি পদসঙ্খা উল্লেখ করা নেই ।
শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করতে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স পাস করতে হবে । অথবা ডিগ্রি পাস হলেও হবে । যেটাকে এম কম পাস বলে ।
অভিজ্ঞতাঃ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা লাগবে । সর্বচ্ছ বয়স ১৮ – ৩২ বছর যাদের আছে তারাও আবেদন করতে পারবে । একইসাথে নারী পুরুষ উভাই আবেদন করতে পারবে ।
বেতন ও অন্যান্য সুবিধাঃ এই পদে যারা চাকরি করবে তাদের ৩৪,৮২৪ টাকা বেতন দেয়া হবে সাথে টিএডিএ, মোবাইল বিল,প্রভিডেন্ট ফান্ড,সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসব বোনাস , বৈশাখী বোনাস সহ আরও অনেক কিছু ।
আবেদনের সমায়সীমাঃ আগামী ১০ ফেব্রয়ারি ২০২৩ মধ্যে আবেদন করতে হবে । অনলিনে আবেদন করতে পারবেন । অনলিনে আবেদন করতে এই 👉 লিংকে ক্লিক করুন ।

👉👉আরও জানুনঃ অনার্স পাসে গ্রামীণ শক্তি চাকরি সুযোগ, অভিজ্ঞতা লাগবে না
শেষ কথাঃ আশাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল ত্যথ জানাতে পেরেছি এই সম্পকে আরও কোন তথ্য জানার থাকলে কমেন্ট করতে পারেন । আমি আপনার সকল প্রশ্নের উত্তর দেব । তাছাড়া আপনি যদি আরও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন । একইসাথে ভিডিওর মাধ্যমে যদি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাথে যুক্ত থাকতে পারেন ।