
আদ -দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে চাকরি : মাইক্রোক্রেডিট রেগুলারেটি অথরিটি কতৃক সনদপ্রাপ্ত সংস্থা এই আদ -দ্বীন ওয়েলফেয়ার সেন্টার। কমউনিটি হেলথ ও মাইক্রফাইনান্সে জন্য কিছু সংখ্যা লগ নিয়োগ করা হবে। তাই এই সম্পর্কে এই ব্লগপোস্টে বিস্তারিত আলছনা করা হল। তাই সম্পূর্ণ ব্লগটি পড়ার অনুরোধ করা হলো।
১ – পদের নাম : সহকারি শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা : ৭৫ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এই পদে আবেদন করতে আপনাকে মসাটার্স পাস করতে হবে। তবে (এস এস সি ও এইচ এস সি পরীক্ষাই জিপিএ ৪ মধ্যে কমপক্ষে ২.৫০ পেতে হবে।
বেতন : শিক্ষানবিশকালে এই পদের জন্য বেতন দেয়া হবে ১৮,০০০ হাজার টাকা।
২ – পদের নাম : সুপারভাইজার
পদসংখ্যা : এই পদে লোক নিয়োগ করা হবে ৫০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এই পদে আবেদন করতে আপনাকে মসাটার্স পাস করতে হবে। তবে (এস এস সি ও এইচ এস সি পরীক্ষাই জিপিএ ৫ মধ্যে কমপক্ষে ৩.৫০ পেতে হবে।
বেতন : ১৭,০০০ টাকা।
অন্যান্য যোগ্যতাঃ আদ -দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে চাকরি
এই পদে আবেদন করতে আরও কিছু যোগ্যতা লাগবে। তার মধ্যে উল্লেখ আপনাকে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা হতে হবেচ শুঠাম দেহের অধিকারি হতে হবে। কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। গ্রাম অঞ্চালে মানুষর সাথে কাজ করার ইছা থাকতে হবে। নিজে ধর্ম আনুসাসন মেনে চলতে হবে।
আবেদনের নিয়মঃ স্বহস্তে লিখিত আবেদন পত্র তাদের অফিসের ঠিকানাই পাঠাতে হবে। তার জন্য কি করা লাগবে নিচে ইমেজ ফাইল দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন।
সমায়সীমাঃ আগামী ৩০ নভেম্বর ২০২২ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৫ তার মধ্য তাদের ঠিকানাই পাঠাতে হবে।
অন্যান্য সর্তঃ
১. একটি পদে পদে আবেদন করতে হবে। উভাই পদে আবেদন করা যাবে না।
২. খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
৩. আগে আবেদন করেছে তাদের আর আবেদন করার দরকার নেই।
৪. মোটরসাইকেল চালাতে জানতে হবে।

শেষ কথাঃ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ব্লগপোষ্টি পড়ার জন্য। আপনি সরকারি, বেসরকারি, এনজিও, ব্যাংক, আরও নিয়োগ বিজ্ঞপ্তি পেতেচান তাহলে এই লিঙ্ক গুল ফলো করতে পারেন। তাছাড়া ইউটিউব ভিডিও আকারে নিয়োগ বিজ্ঞপ্তি গুল পেতে পারেন।
ধন্যবাদ